দ্বীন ইসলামের প্রতি বর্তমান যুবসমাজ যেভাবে সচেতন হচ্ছে দিন দিন জ্ঞানের পরিধিও বাড়ছে। প্রতিটি যুবক চাই যে ধীরে ধীরে সে দিন ইসলামের পথে চলে আসুক। এমন সকল দোয়া শিখুক যা সে নিয়মিত করতে পারবে। এছাড়াও চলতে উঠতে সব সময় এমন কিছু ছোট ছোট দোয়া আছে যেগুলো করলে আমরা প্রতিনিয়ত আল্লাহতায়ালার কাছে নেয়ামত এবং অশেষ সওয়াবের অংশীদারী হতে পারি।
আরো পড়ুন : দাজ্জাল কোথায় আছে
দুনিয়াতে চলার জন্য এবং দুনিয়া আল্লাহতায়ালা পবিত্র কোরআনে এবং হাদিসের অসংখ্য দোয়া এবং অসংখ্য নিয়ামত সমূহ আমাদেরকে দান করেছেন যেগুলো পড়লে আমরা আল্লাহতায়ালার দরবারে শুকরিয়া করতে পারবো যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহতায়ালার অনেক নেকি পাবো।
মুসলমান ঘরের সকালে একেবারে ফজরের আগে মানুষের যখন উঠে তখন তখন থেকে শুরু করে রাতে শোয়ার আগ পর্যন্ত প্রতিটি ধাপে আল্লাহতায়ালা কিছু কিছু দোয়া দিয়েছেন যেগুলো পড়লে মানুষের লক্ষাধিক সোয়াবের অধিকারী হতে পারবেন। আর তার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন যেগুলো আমাদের পাড়া অত্যন্ত আবশ্যক।
আরো পড়ুন : রাজত্বের দোয়া
তার মধ্যে এমন একটি দোয়া আছে যে দোয়াগুলো পড়লে আপনি কিয়ামত পর্যন্ত সব পাবেন এর মধ্যে এমন বহু দোয়া আছে যেগুলো করলে আপনি লক্ষ লক্ষ সওয়াব পাবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম প্রতিদিন এই দোয়াগুলো পড়তেেন।
১.সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
২.আদাদা খালকিহি
৩.ওয়া রিদো নাফসিহি
৪.ওয়া জিনাতা আরসিহি
৫.ওয়া মিদাদা কালিমাতি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম সবসময় দোয়া করতে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাম করতেন এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো দোয়া রয়েছে তার মধ্যে এই বডি হলো এমন একটি দোয়া যে দোয়া পড়লে মানুষ কেয়ামত পর্যন্ত সোয়াব পাবে এবং এ দোয়াটি পড়লাম মানুষ অনেক নেকির অধিকারী হতে পারবে।
0 মন্তব্যসমূহ