Comment

বৃষ্টির পানির উপকার,কোরআন ও হাদিস


জীবন রক্ষার মাধ্যম হলো পানি। আর এই পানি উপাদান হলো বৃষ্টি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বৃষ্টি ও পানির সম্পর্কে বিশেষ গুরুত্ব সহকারে বলা হয়েছে। কোরআন ও হাদিসে বহু ভাবে বৃষ্টির পানির বর্ণনা করা হয়েছে। 

কোরআনে বৃষ্টির পানির উল্লেখ।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বহুবার বৃষ্টির পানির গুরুত্ব এবং কিছু উল্লেখযোগ্য আয়াত বলা হয়েছে। আল্লাহ বলেন, "আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তদ্বারা যমীনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেছেন। নিশ্চয় এতে তাদের জন্যে নিদর্শন রয়েছে, যারা শ্রবণ করে।" (সুরা নাহল, ১৬:৬৫) এই আয়াতে আল্লাহ বৃষ্টির পানিকে মরণের পর জীবনের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। শুকনো মাটি বৃষ্টির পানিতে সজীব হয়ে ওঠে, যা মানুষের জন্য আল্লাহর এক অপূর্ব নিয়ামত।

আরো পড়ুন : সকালের ইবাদত ও জিকির 

আল্লাহ পাক বলেন,যারা কুফরী করে তারা কি ভেবে দেখে না যে, আসমানসমূহ ও যমীন ওতপ্রোতভাবে মিশে ছিল। অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না।" (সুরা আম্বিয়া, ২১:৩০)

পানি জীবনের মূল উপাদান। আল্লাহ পাক এক দিকে যেমন পানির বর্ণনা দিয়েছেন তেমনভাবে আল্লাহ তায়ালা মহাত্মক প্রদর্শন করেছেন। বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর সকল জীবের জন্য পানি সরবরাহ করে, যা তাদের জীবনধারণের জন্য অপরিহার্য। 

আরো পড়ুন : বন্যার কারণ | বাঁচার উপায় ও দোয়া 

রিযিকের উৎস।

আল্লাহ বলেন, "আর তিনিই আকাশ থেকে বর্ষণ করেন পানি, তারপর তা দিয়ে সকল প্রকার ফল-ফলাদি উৎপন্ন করেন, তোমাদের রিজিক হিসেবে।" (সুরা বাকারা, ২:২২)

মানুষ জীবন বাঁচানোর জন্য যেমন পানি প্রয়োজন আবার জীবন রক্ষা করার জন্য খাবার খাওয়া ও আবশ্যক। আর এই পানি ব্যতীত আমরা কোন কিছু উৎপাদন করতে পারি এই জন্য বৃষ্টির পানি রিজিকের একটি বড় উৎস। এ পানি জমিনের ফসল উৎপন্ন করে

বৃষ্টির সময় দোয়া কবুল।

নবী করিম (সাঃ) বলেছেন, "দুয়া কবুলের তিনটি সময় আছে: ১. আজানের সময়, ২. জুমার দিনে ইমাম মিম্বরে উঠার পর থেকে সালাত শেষ না হওয়া পর্যন্ত, ৩. বৃষ্টি বর্ষণের সময়।" (তিরমিজি, ৩৫৯৮) এই সময়ে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রার্থনা কবুল করে থাকেন। তবে বান্দা যখনই আল্লাহ তায়ালার কাছে দোয়া করে তখন। 

মুহাম্মদ (সাঃ) বৃষ্টির সময় এই দোয়া করতেন, যাতে আল্লাহ বৃষ্টির মাধ্যমে উপকার দান করেন এবং ক্ষতি থেকে রক্ষা করেন। এছাড়া কোন বান্দা যেন বৃষ্টির সময় দোয়া করে।

কোরআন ও হাদিসে বৃষ্টির পানির গুরুত্ব ও ফজিলত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এটি আল্লাহর রহমত, যা জীবনের উৎস। বৃষ্টির পানি আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে আসা একটি দান, যা জীবনধারণের জন্য অপরিহার্য এবং তা আমাদের জীবনে বরকত নিয়ে আসে। 

বৈজ্ঞানিক ভাবে বৃষ্টির পানির উপকারীতা।

বৃষ্টির পানি প্রকৃতির একটি মহামূল্যবান উপহার, যা পৃথিবীর জীববৈচিত্র্য ও পরিবেশকে বাঁচিয়ে রাখে। আমাদের পৃথিবীর তাজা পানির প্রধান উৎস হচ্ছে বৃষ্টি। কৃষিক্ষেত্রের জন্য বৃষ্টির পানি অপরিহার্য। ফসলের জন্য বৃষ্টিই প্রধান পানির উৎস।

বৈজ্ঞানিকভাবে, বৃষ্টির পানি খনিজ পদার্থ ও পুষ্টিগুণে ভরপুর। এটি বিভিন্ন গাছপালা এবং মাটির পুষ্টি জোগাতে সহায়ক। বৃষ্টির পানির মাধ্যমে মাটির ঊর্বরতা বাড়ে, যা ফসলের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ