Comment

সারাদিনের জিকির ও দোয়া


ইসলামে সারাদিনের বিভিন্ন সময়ে বিভিন্ন জিকির ও দোয়া পাঠ করার গুরুত্বপুর্ণ। এই ইবাদত আমাদের জন্য বিশেষ সোয়াব হিসাবে গন্য হয় এবং প্রতিদিনের বিভিন্ন কাজের আল্লাহর সাহায্য এবং রহমত বর্ষিত হবে।  এই কারণে সারাদিন আল্লাহর ইবাদতে থাকা একান্ত জরুরি। 

  • সকাল ও সন্ধ্যার জিকির

সকাল এবং সন্ধ্যার ইবাদত করার মাধ্যমে দিন শুরু করা এবং শেষ করা অত্যন্ত ফজিলত নিয়ে আসে। এর মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করি এবং শয়তানের ক্ষতি থেকে রক্ষা পাই। এই ফলে আমাদের আমলের পরিমাণ বৃদ্ধি পায়।

সকালে ফরজের সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যূম। লা তা'খুযুহূ সীনাতুওঁ ওয়ালা নাওম (সূরা বাকারা ২:২৫৫)।

আরো পড়ুন: রাতের ৭ টি আমল

রাসুলের প্রতি যে কোন দরুদ পড়ুন ১০০০ বার,রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি যে সকল আমল দিয়ে দিন শুরু করতে সেগুলো পড়তে পারেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস - এই সূরাগুলো তিনবার করে পাঠ করুন। এই সুরা সমূহ পড়ার পড়ে সারা গায়ে ফু দিন।

  • নামাজের পর জিকির ও দোয়া

প্রতিটি ফরজ নামাজের পর কিছু নির্দিষ্ট জিকির ও দোয়া পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ যেমন - সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার।

  • খাওয়ার আগে ও পরে দোয়া।

খাওয়ার আগে এবং পরে দোয়া পাঠ করার মাধ্যমে আমরা আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি। খাওয়ার আগে দোয়া বিসমিল্লাহ বলতে হয়। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তায়ালার শুকরিয়া করতে হয়।

  • ঘুমানোর আগে দোয়া।

ঘুমানোর আগে কিছু নির্দিষ্ট দোয়া পাঠ করা আমাদের রাত্রি নিরাপদে কাটাতে সাহায্য করে। বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া।নিয়মিত এবং রাতে সোয়ার পূর্বে সুরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনবার করে পাঠ করুন।

  • যেকোনো সময়ের জিকির

কিছু জিকির যেকোনো সময় পাঠ করা যায় যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ করিয়ে দেয়।সুবহানাল্লাহ,আলহামদুলিল্লাহ,আল্লাহু আকবার,লা ইলাহা ইল্লাল্লাহ,আস্তাগফিরুল্লাহ,যে কোন দরুদ পড়তে পারেন। 

সারাদিনের বিভিন্ন সময়ে জিকির ও দোয়া পাঠ করা আমাদের ঈমানকে দৃঢ় করে এবং আল্লাহর নিকটবর্তী করে। নিয়মিত জিকির ও দোয়ার মাধ্যমে আমরা শান্তি ও বরকত লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকির ও দোয়া করার তৌফিক দান করুন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ