Comment

চিকিৎসা বিজ্ঞানে নামাজের উপকারিতা

নামাজ ইসলামের এমন একটি ইবাদত যা আপনার জীবন কে পরিবর্তন করে দিতে পারে। শুধু তাই নয় আপনি আপনার সকল সমস্যা এই নামাজের মাধ্যমে শেষ করতে পারেন। মানুষের বাস্তব জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন দু’টির মধ্যে নামাজ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে

  • নামাজের বিভিন্ন উপকার। 

নামাজ পড়লে আপনার শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পাবে যার ফলে রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে

নামাজ আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন - হাড়,মস্তিষ্ক, মাংসপেশি,হৃদপিণ্ড,আরো অনেক কিছুর কার্যক্রম বৃদ্ধি পায় যার ফলে আপনার দেহ সুস্থ থাকে।

  • নামাজ নিয়ে বিজ্ঞানীদের গবেষণা।

ইউরোপীয় বিভিন্ন বিজ্ঞানী গবেষণা করে শারীরিক ব্যয়ামের উপর যার কারণে মানুষের শরীর সুস্থ থাকে, কিন্তু তারা লক্ষ করে দেখে, তারা যে গবেষণা করেছে তা ১৪০০ বছর পূর্ব আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে নামাজের মাধ্যমে বলে দিয়েছেন। 

ফরজ গোসল কেন প্রয়োজন 

  • নামাজ পড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি 

অনেক ভিন্ন ধর্মের লোকেরা আছে যারা ভোর সকালে বাহির হয় তাদের শরীরের উপকারের জন্য,তাদের কে জিজ্ঞেস করা হলে তারা বলে, ডাক্তারে বলছে সকালের বাতাস খুবই উপকারী, আর এই দিকে আল্লাহ তায়ালা ফজরের নামাজ পড়ার নির্দেশ দিয়েছে।

আরো পড়ুন : রাতের আমল

কিছু লোক এমন আছে তাদের বয়স বাড়ার সাথে সাথে তাদের হাঁটু ব্যথা করতে শুরু করে, তখন ডাক্তার তাদের কে বলে,হাঁটুর ব্যায়াম করার জন্য,অথচ পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে হাটুর ব্যথা চিরতরে দুর হয়।

  • নামাজ যেভাবে মানুষের মস্তিষ্ক ভালো ভালো রাখে।

আমরা যখন কাজে ব্যস্ত থাকি কিংবা বাহিরে দুলা শরীরের ঘাম আমাদের স্কিনের অনেক ক্ষতি করে যার ফলে আমাদের শরীরের বিভিন্ন ব্যাকটেরিয়া জন্মাতে পারে যার ফলে মানুষ মুখ,হাত দুয়ে থাকে। কিন্তু ইসলামের সৌন্দর্য এতটা যে আল্লাহ তায়ালা আমাদের জন্য নামাজের আগে অজুর ব্যবস্থা রেখে।

একটা ব্যয়াম সবাই করে থাকে সেটা হলো নিজের শরীরকে উল্টো ভাবে সোজা হয়ে থাকা, মানে আপনার মাথা থাকবে নিচের দিকে আর পা থাকবে উপরের দিকে, এর ফলে সবাই মনে মস্তিষ্কে রক্ত চলাচল হলে মস্তিষ্ক ভালো থাকে। কেউ যখন দিনে পাঁচ বার নামাজ পড়ে তাহলে সে দিনে অন্তত ৩০ থেকে ৪০ বার সিজদাহ্ দিয়ে যার ফলে তার মস্তিষ্কে রক্ত চলাচল করে এবং সুস্থ থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ