Comment

ফরজ গোসল কেন প্রয়োজন

গোসল এমন একটি মাধ্যম যেটির মাধ্যমে প্রতি মানুষ নিজেকে পরিষ্কার করে; গোসল আমাদের জন্য আবশ্যক সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যদি আমরা গোসল না করি তাহলে বাহিরে থাকা ময়লা যেগুলো আমাদের শরীরের লেগে আছে সেগুলো রোগবলাই ছড়াতে পারে ; এই জন্য গোসল করা প্রয়োজন। 

  • গোসল করা ফরজ না সুন্নাত? 

এই বেপার সঠিক ভাবে বলতে গেলে আমাদের কে ইসলাম সম্পর্কে বলতে হবে। যেমন - শুক্রবার গোসল সুন্নাত,যখন আপনার শরীর অপবিত্র অবস্থা থাকে তখন গোসল আপনার জন্য ফরজ,আপনি স্ত্রী সাথে সহবাস কিংবা হস্তমৈথুন করবেন তখন আপনার শরীর অপবিত্র অবস্থা থাকে এই আপনাকে ফরজ গোসল করতে হবে।

  • ফরজ গোসল কেন করা হয়। 

পানি একটি সহজ জিনিস বা পদার্থ যা এমন কোন কাজে ব্যবহার করা হ না। এটা শুধু যে মানুষের ব্যবহার কাজে প্রয়োজন তা নয় বরণ সমগ্র দুনিয়াতে জীবনের দেওয়ার আরেক নাম পানি, আপনি যেখানেই জান কেন আপনার পানি লাগবেই, পানি ব্যাতিত কোন প্রাণী বাঁচতে পারবে না, 

পানির সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন - আর আমি সব প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম ( সূরা আম্বিয়া আয়াত ৩০) 

আমাদের জীবনে সকল কাজে কিংবা সকল স্থানে পয় পরিষ্কারের জন্য পানি অপরিহার্য উপাদান, এছাড়া নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইমানের অংশ, সারাদিন কিংবা বাড়িতে যেখানে থাকি আমাদের শরীরের এক ধরনের জীবাণু ময়লা, ধুলো বালি,আরো অনেক কিছু আমাদের ক্ষতি সাধন করে, তাই আমাদের নিয়মিত কিংবা ইসলামিক শরিয়া অনুযায়ী গোসল করতে হবে।

নামাজ পড়ার নিয়ম

  • কিভাবে ফরজ গোসল করা হয়

ফরজ গোসল সাধারণত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য করা হয় কেননা প্রতিটি মুসলিম নিয়মিত নামাজ আল্লাহর ইবাদত কিংবা আল্লাহ নৈকট্য লাভের জন্য ফরজ গোসল করে। ফরজ গোসল করতে হলে আমাদের যে সব বিষয় মাথায় রাখতে হয়ে, প্রথম নিয়ত করে বিসমিল্লাহ বলা অতঃপর তিন বার ডান হাতের কবজি পর্যন্ত ধৌত করা এরপর তিন বার বাম হাতের কবজি পর্যন্ত ধৌত করা, এরপর তিন বার কুলি করা, এরপর আবার নাকে তিন বার পানি দেওয়া। সর্বশেষ নিজের পুরো শরীর তিন বার ধৌত করা।

নারীদের জন্য ফরজ গোসল 

সাধারণত নারীরা মনে করে তাদের যখন মাসিক হয় তখন তাদের গোসল করতে হবে, বিষয় টা কিন্তু এমন নয়, একটি নারী চাইলে প্রতিদিন ফরজ গোসল করতে পারে, কিন্ত বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় নারীরা কোন ফরজ গোসল করে না, আল্লাহ তায়ালা পবিত্র তিনি পবিত্র তাকে পছন্দ করেন, এই জন্য ফরজ গোসলের মাধ্যমে নারীরা নিজেকে পবিত্র করা আবশ্যক, মাসিক হলে তো ফরজ করতেই হবে,স্বপ্ন দোষ হওয়ার পর করতে হবে এবং স্বামী সহবাস ও সন্তান প্রসোবের পর ফরজ গোসল করতে হবে,আর ফরজ গোসলের সত্যবলী অনুযায়ী যে নিয়ম গুলো বলা আছে সে গুলো করতে হবে,আর খেয়াল রাখতে হবে আপনার কোন স্থানে পানি না পোচায় সেখানে আঙুল দিয়ে পানি দিতে হবে যেমন হতে পারে আপনার কানের গোড়াল।

  • মৃত্যু ব্যাক্তির জন্য গোসল ফরজ।

কোন মুসলিম যখন মৃত্যু বরণ করে তখন সে পবিত্র অবস্থা ছিল না অপবিত্র অবস্থা ছিল সেটা কেউ নিশ্চিত নয় এই জন্য তাকে ফরজ গোসল করানো,এছাড়া যদি সে পবিত্র অবস্থা থাকে তারপর ও তাকে ফরজ গোসল করানো লাগবে কারণ মৃত্যুর যে কোন মানুষ মল ত্যাগ কিংবা মূএ ত্যাগ করে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ